দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৩ এপ্রিল ২০২৪: মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ। কমপক্ষে দশজনের মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায় (Malaysia)। মালয়েশিয়া নৌ বাহিনীর তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার রয়েল মালয়েশিয়ান নেভি প্যারেড এর মহড়া চলাকালীন একসঙ্গে অনেকগুলি হেলিকপ্টার আকাশে ওড়ে। স্থানীয় সময় সকাল ন’টা ৩২ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুটি হেলিকপ্টার মিলিয়ে মোট ১০ জন এর মৃত্যু হয়েছে।
लुमुत में रॉयल मलेशियन नेवी बेस पर ट्रेनिंग के दौरान दो हेलीकॉप्टरों की हवा में टक्कर हो गई। हादसे में हेलीकॉप्टर में सवार 10 लोगों की मौत। pic.twitter.com/h13bGHKhvz
— Versha Singh (@Vershasingh26) April 23, 2024
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।