দুর্গাপুর দর্পণ, ৬ জুন ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে সম্প্রতি রবীন্দ্র-নজরুল সন্ধ্যার আয়োজন করল উৎসধারা সঙ্গীত শিক্ষা কেন্দ্র। ডিএসপি টাউনশিপের দেশবন্ধু ভবনে ২ জুন সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একক, দ্বৈত ও সম্মেলক কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি গেয়ে আসর মাতিয়ে রাখেন বিভিন্ন বয়সী প্রায় ৫২ জন শিক্ষার্থী। সামগ্রিক পরিচালনায় ছিলেন সংস্থার অধ্যক্ষা সুমিতা রাহুত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, সুব্রত মুখোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়ন্ত পোদ্দার।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।