বিশ্ব পরিবেশ দিবসে আর্তি, ‘দাও ফিরে সে অরণ্য’

বিশ্ব পরিবেশ দিবসে আর্তি, ‘দাও ফিরে সে অরণ্য’
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধান নগর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে ১ হাজার চারা গাছ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায়, সিআই রণবীর বাগ, সমাজসেবী পঙ্কজ রায় সরকার প্রমুখ। কোকওভেন থানায় প্রায় একশো বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায়, সিআই বিকোদর সান্যাল প্রমুখ। দুর্গাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সিটি সেন্টার সংলগ্ন এলাকায় প্রায় একশো বৃক্ষ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার সহ অন্যান্যরা। কাঁকসার গোপালপুরে গোপালপুর বিট অফিসের পক্ষ থেকে পদযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও বনদফতরের কর্মীরা। কাঁকসার শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিট অফিসার অনুপ মন্ডল, বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীমণি টুডু, সদস্য স্বপন সূত্রধর প্রমুখ।

জনান্তিক সামাজিক সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে সকালে ‘আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে’, ‘কুমোর পাড়ার গরুর গাড়ি’ থিমের উপর ছোটদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় বেনাচিতি নিবেদিতা প্লেস দুর্গা মন্ডপে। সন্ধ্যায় প্লাস্টিক দূষণ বর্জন করার আহ্বান জানিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন চিকিৎসক শর্মিষ্ঠা দাস, আশীষ কুমার চট্টোপাধ্যায় এবং বিজরা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন। পরিবেশ ভাবনায় রবীন্দ্রনাথ ও নজরুল বিষয়ক কবিতা, গান ও আলেখ্য পরিবেশিত হয় নিবেদিতা প্লেস উন্নয়ন সমিতির মঞ্চে। জনান্তিকের সভাপতি সুচেতা কুণ্ডু জানান, দুর্গাপুরে দূষণ রোধে সচেতনতার প্রচার অত্যন্ত জরুরী। শুধুমাত্র রাষ্ট্রের উদ্যোগ নয়, ব্যক্তির নিজস্ব উদ্যোগও দূষণ রোধে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে। 

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের নিয়ে প্রার্থনা সভায় পরিবেশ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন বিজ্ঞানের শিক্ষক। দামোদর নদ পরিদর্শনের মাধ্যমে নিবিড় প্রকৃতিপাঠে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা। সঙ্গে ছিলেন শিক্ষক কৃষ্ণেন্দু কুমার দে, শামীম মন্ডল, সনজিৎ পাল, সঞ্জীব নন্দী, শ্যামলী দাস, অনন্যা ঘোষ, কৃষ্ণ ঘোষ, টুসু সরকার প্রমুখ। সাইকেল র‌্যালি করে যেতে যেতে নদীর ভৌগোলিক ব্যাপ্তি, বহু বিচিত্র উদ্ভিদরাজি সম্পর্কে ছাত্রছাত্রীরা অবগত হয়। সায়রপাড়া গ্রামে গ্রামবাসীদের সঙ্গে আলাপচারিতায় বহু অজানা তথ্য জানতে পারে ছাত্র ছাত্রীরা। উদয় পল্লীর দামোদরের কাছে জোড় বাঁধে ছাত্র-ছাত্রীরা জীব-বৈচিত্র্যে ভরপুর ছাই বালি দিয়ে তৈরি ‘ল্যান্ড আর্ট’ দর্শন করে। প্রায় ১৮ জন শিল্পী এই শিল্পকর্মের মাধ্যমে ‘দাও ফিরে সে অরণ্য’ থিম ফুটিয়ে তুলেছে। প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, পরিবেশমুখিনতা পড়ুয়াদের প্রকৃত মানুষ হয়ে উঠতে সাহায্য করে। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
বিশ্ব পরিবেশ দিবসে আর্তি, 'দাও ফিরে সে অরণ্য'
News
বিশ্ব পরিবেশ দিবসে আর্তি, 'দাও ফিরে সে অরণ্য'
:
উদয় পল্লীর দামোদরের কাছে জোড় বাঁধে ছাত্র-ছাত্রীরা জীব-বৈচিত্র্যে ভরপুর ছাই বালি দিয়ে তৈরি 'ল্যান্ড আর্ট' দর্শন করে। প্রায় ১৮ জন শিল্পী এই শিল্পকর্মের মাধ্যমে 'দাও ফিরে সে অরণ্য' থিম ফুটিয়ে তুলেছে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!