পায়ে হেঁটে ৮০০ কিমি পথ পেরিয়ে মহা কুম্ভের পথে রায়গঞ্জের যুবক

দুর্গাপুর: পায়ে হেঁটে ৮০০ কিমি পথ পেরিয়ে মহা কুম্ভের পথে রায়গঞ্জের যুবক। বৃহস্পতিবার তিনি ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে গেলেন দুর্গাপুরের উপর দিয়ে। উত্তরবঙ্গের রায়গঞ্জের উকিল পাড়ার বাসিন্দা রাজকুমার মাহাতো ২৫ বছর বয়সেই হেঁটে সাড়ে তিন হাজার কিলোমিটার অতিক্রম করেছেন। ১৩টি পীঠ ঘোরা হয়ে গিয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ভারত বর্ষের বিভিন্ন তীর্থস্থান পায়ে হেঁটে ঘুরে বেরানোই লক্ষ্য রাজকুমারের। এবার রায়গঞ্জ থেকে বেরিয়ে মুর্শিদাবাদ হয়ে কালিঘাট থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে প্রয়াগ মহাকুম্ভের পথে যাত্রা শুরু করেছেন। ক্যারেটে শেখান। সেই সামান্য রোজগারে চলে সংসার। তবু মাঝে মাঝেই বেরিয়ে পড়েন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
Highlight

News
পায়ে হেঁটে ৮০০ কিমি পথ পেরিয়ে মহা কুম্ভের পথে রায়গঞ্জের যুবক
:ভারত বর্ষের বিভিন্ন তীর্থস্থান পায়ে হেঁটে ঘুরে বেরানোই লক্ষ্য রাজকুমারের। এবার রায়গঞ্জ থেকে বেরিয়ে মুর্শিদাবাদ হয়ে কালিঘাট থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে প্রয়াগ মহাকুম্ভের পথে যাত্রা শুরু করেছেন।
Published By
Arpita Majumder
Durgapur Darpan