কাজ চাইতে গিয়ে জুটল মার!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ আগস্ট ২০২৪: কেন্দ্রীয় সরকার শ্রম কোড চালু করে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই সেই শ্রম কোড চালু করে শ্রমিকদের শোষণ করা হচ্ছে। ৮ ঘন্টার জায়গায় ১২ ঘণ্টা করে কাজ করানো হচ্ছে। শ্রমিক আন্দোলন করতে গেলে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের আগলে রেখেছেন। শ্রম কোড চালু করতে দেননি। শনিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএসপি কারখানার সামনে আয়োজিত এক সভায় একথা বলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক।
এদিনের সভায় যোগ দেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি অভিজিৎ ঘটক, জেলা তৃণমূল সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ জেলা ও ব্লকের তৃণমূল ও আইএনটিটিইউসি নেতৃত্বরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, সারা দেশের মানুষকে বিপাকে ফেলার চেষ্টা করছিল নরেন্দ্র মোদীর সরকার। লোকসভা নির্বাচনের সময় দেশজুড়ে প্রচার করছিল ৪০০ এর বেশি আসন পাবে বিজেপি। নির্বাচনের ফলাফল বিজেপিকে বুঝিয়ে দিয়েছে, তাদের চায় না দেশের মানুষ। কোনও রকমে সরকার গড়ে এখন আবার দেশ জুড়ে বঞ্চনা শুরু করতে চাইছে। শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে।
এদিকে শ্রমিক সমাবেশ শেষ হতেই অভিজিৎ ঘটকের কাছে কাজের দাবি জানাতে যান জনসভায় যোগ দেওয়া আইএনটিটিইউসি কর্মী শেখ ওয়াদুল্লাহ। আইএনটিটিইউসির কিছু কর্মীদের সঙ্গে তাঁর বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। উত্তেজনা সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। শেখ ওয়াদুল্লাহ অভিযোগ করেন, ১১ বছর ধরে তৃণমূল করছেন। আইএনটিটিইউসি নেতৃত্বের কাছে কাজের দাবি জানিয়েছেন বহু বার। কিন্তু কাজ মেলেনি। কাজের দাবি জানাতে গেলে তাঁকে মারধর করা হয়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “১১ বছর ধরে ওই যুবক তৃণমূল করে। তারপরেও তার কাজ মেলেনি। জেলা সভাপতির কাছে কাজের দাবি করতে গেলে তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে মারধর শুরু করে। এর থেকে লজ্জার ঘটনার কী হতে পারে? বাংলার মানুষ বুঝতে পারছে এ বাংলার কি অবস্থা।” ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন,”রাজ্যের শ্রম দফতর কর্মসংবাদপোর্টাল চালু করেছে। পশ্চিম বর্ধমান জেলাতেও কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। সেই পোর্টালের মাধ্যমে বেকার যুবক-যুবতীরা কাজের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। কারখানার প্রয়োজন মতো শ্রমিক নিয়োগ করা হবে সেই পোর্টালে নথিভুক্ত থাকা বেকার যুবক যুবতীদের মধ্যে থেকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।