![damodar](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/09/WhatsApp-Image-2024-09-11-at-16.21.02.jpeg?fit=1024%2C576&ssl=1)
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার সকালে এক যুবক দুর্গাপুর ব্যারাজে দামোদরের বাঁ দিকের সেচ খালে ঝাঁপ দিয়েছেন বলে দাবি এলাকাবাসীর। ঝাড়খণ্ডের বাসিন্দা রাহুল মোদি বর্তমানে থাকেন দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার করঙ্গপাড়ায় মাসির বাড়িতে। মঙ্গলবার সকালে স্কুটি নিয়ে ব্যারাজে যায় রাহুল। তারপরেই সেচ খালে ঝাঁপ দেন বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়ার বড়জোড়া থানা ও দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের নিয়ে পুলিশ দুর্গাপুর ব্যারেজের বাঁ দিকের সেচ খালে তল্লাশি চালায়। শেষ পর্যন্ত বুধবার বিকাল ৪টা নাগাদ রায়ডাঙার কাছে তাঁর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। আত্মীয় দীপক কুমার বার্নওয়াল বলেন, “মঙ্গলবার আমার স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর কোথায় গেছে জানতাম না। পুলিশ ফোন করে বলে, ক্যানেলের ধারে স্কুটি পাওয়া গেছে। আমরা বুঝে উঠতে পারছি না, সত্যিই ঝাঁপ দিয়েছে না অন্য কিছু হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
![দামোদরের সেচ খালে ঝাঁপ যুবকের! ২৪ ঘন্টা পরেও মেলেনি খোঁজ](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/09/WhatsApp-Image-2024-09-11-at-16.21.02.jpeg?w=180&ssl=1)