
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ ফেব্রুয়ারি ২০২৪: হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসের (Duronto Express) চাকা থেকে বেরোচ্ছে আগুন ও ধোঁয়া। আচমকা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধ স্টেশনের আগে থেমে গেল ট্রেন।
যাত্রীরা জানান, হঠাৎ তাঁরা দেখেন চাকা থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে। আতঙ্কিত হয়ে পড়েন। বাঁশকোপায় থেমে যায় ট্রেন। ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকেরা। আসে রেলের দমকল বিভাগ। আধ ঘন্টার চেষ্টায় স্বাভাবিক হয় পরিস্থিতি। স্থানীয় বাসিন্দা রাজীব ঘোষ জানান, তাঁদের চোখের সামনেই ঘটনা ঘটে। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরাও।
ট্রেনের এক যাত্রী রাজেশ পাশওয়ান জানান, হঠাৎ চাকা থেকে আগুন বের হতে থাকে। তাঁরা জানতে পেরেই আতঙ্কিত হয়ে পড়েন। রেলের আধিকারিকদের তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। আধঘন্টা পরেই ট্রেনটি নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বলে রেল সূত্রে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।