দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি ২০২৪: আমেরিকায় (USA) নাইট ক্লাবের বাইরে ঠান্ডায় জমে এক ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবরে প্রকাশ। ঘটনাটি ঘটেছে প্রায় একমাস আগে। প্রসঙ্গত, গত এক মাসে চার ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে আমেরিকায়।
ভারতীয় বংশোদ্ভূত অকূল ধাওয়ান ইলিনয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন। গত ২০ জানুয়ারি বন্ধুদের সঙ্গে একটি নাইট ক্লাবে গিয়েছিলেন। কিন্তু তিনি প্রবেশের অনুমতি পাননি। আচমকা নিখোঁজ হয়ে যান তিনি। অকূলের খোঁজ না পেয়ে বন্ধুরা পুলিশকে খবর দেন। পরের দিন বিশ্ববিদ্যালয় চত্বরে উদ্ধার হয় অকূলের দেহ। পুলিশি রিপোর্ট অনুযায়ী, অকূলের দেহে প্রচুর অ্যালকোহল মিলেছে। দীর্ঘ সময় প্রবল ঠাণ্ডার মধ্যে ছিলেন তিনি। দুইয়ে মিলে তাঁর মৃত্যু হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।