Delhi IAS Coaching Centre: দিল্লিতে আইএএস কোচিং নিতে গিয়ে অপঘাতে মৃত ভিন রাজ্যের তিন পড়ুয়া
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৮ জুলাই ২০২৪: দিল্লিতে আইএএস কোচিং নিতে গিয়ে অপঘাতে মৃত্যু হল ভিন রাজ্যের তিন পড়ুয়ার। এই ঘটনায় চরম বিতর্ক ছড়িয়েছে। কেরলের এর্নাকুলাম থেকে দিল্লিতে পড়াশোনার জন্য এসেছিলেন ২৮ বছরের নবীন ডালভিন। পটেল নগরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। ভর্তি হয়েছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) পিএইচডি করার জন্য। পাশাপাশি তিনি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন দিল্লির রাজেন্দ্রনগরে একটি নামী আইএএস কোচিং সেন্টারে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
শনিবার কোচিং সেন্টারের বেসমেন্টে থাকা লাইব্রেরিতে অনেক সঙ্গে পড়াশোনা করছিলেন তিনি। সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ হয়ে যায় লাইব্রেরিটি। তবে এদিন বৃষ্টি হওয়ায় পড়ুয়ারা সেখানেই ছিলেন। আচমকা বেসমেন্টে হু হু করে জল ঢুকতে শুরু করে। কার্যত মুহূর্তের মধ্যে বেসমেন্ট জলে ভরে যায়। অধিকাংশ পড়ুয়াকে উদ্ধার করা হয়। তবে জলে ডুবে মৃত্যু হয় নবীন, উত্তরপ্রদেশের অম্বেডকর নগরের বাসিন্দা শ্রেয়া যাদব (২৫) এবং তেলঙ্গানার তানিয়া সোনির (২৫)। প্রতিবাদে কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ দেখান তাঁদের সহপাঠীরা। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।