দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ জুলাই ২০২৪: ইচ্ছেডানা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ২০১৮ সালে শুরু হয় পথ চলা। এক ডজন তরুণ, তরুণী এক হয়ে পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হয়। ইচ্ছের ডানার উপর ভর করে শুরু হয় তাদের যাত্রা। করোনা অতিমারীর সময় জীবনের তোয়াক্কা না করে কাজ করে গিয়েছে তারা। কখনও অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া,কখনও পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো, লকডাউনে খেতে না পাওয়া মানুষদের মুখে অন্ন তুলে দেওয়া। কাঁকসার জঙ্গলমহল থেকে বাঁকুড়ার আদিবাসী মানুষদের জন্য কাজ করে চলেছে ওরা।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
বিভিন্ন উৎসবে দুর্গাপুর এবং সংলগ্ন এলাকার দুঃস্থ মানুষদের হাতে তুলে দেয় অন্ন থেকে বস্ত্র। শীতে প্রবল ঠান্ডায় কুঁচকে থাকা মানুষদের হাতে তুলে দেয় চাদর, কম্বল। দুঃস্থ পড়ুয়াদের হাতে দেয় পেন, খাতা, পেন্সিল। রবিবার সেই ইচ্ছেডানার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় সগড়ভাঙাতে। উপস্থিত ছিলেন সমাজসেবী পঙ্কজ রায় সরকার সহ অন্যান্যরা। দুর্গাপুর শহর ও কাঁকসার বিভিন্ন অঞ্চল জুড়ে ১০০০ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে ইচ্ছেডানা। শুধু গাছ লাগিয়েই কাজ শেষ নয়। গাছগুলি যাতে বেড়ে ওঠে, বড় হয়, সেজন্য গাছের রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করবে সংস্থাটি। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।