দুর্গাপুর: প্রায় ১৬ ঘন্টা পরে উদ্ধার হল নিখোঁজ ডিএসপি আধিকারিকের দেহ। ব্যাপক চাঞ্চল্য ইস্পাত কারখানা জুড়ে। মৃত আধিকারিকের নাম সমিত ভট্টাচার্য (৫৪)। সিটি সেন্টারের সেল কো-অপারেটিভ বাঘাযতীন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার অন্যান্য দিনের মতোই কাজে গিয়েছিলেন সমিতবাবু। সকাল ১১টার পর আচমকা নিখোঁজ হয়ে যান। তাঁর গাড়ি, ব্যাগ, টিফিন সব যথাস্থানে ছিল।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ওয়ারিয়া ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ কুকুর নিয়ে কারখানার ভিতরে তল্লাশি শুরু করে। গভীর রাতে প্রায় ৩টা নাগাদ ডিএসপির জংশন বাংকারে একটি লিফটের নিচে সমিতবাবুর নিথর দেহ পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। খবর দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষ এবং পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করে ডিএসপি মেন হাসপাতালে পাঠায়।
রবিবার সকালে ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের ভিডিওগ্রাফি করা হয়। মৃতদেহের গলায় দাগ রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তাই দেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যদিও ডেপুটি ম্যাজিস্ট্রেট সাথী দত্ত এই বিষয়ে কিছু বলতে চাননি। তিনি জানান, যা জানানোর তা উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন। আত্মহত্যা না খুন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই পরিস্কার হবে বলে জানিয়েছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।