দুর্গাপুর: কর্মীদের উপযুক্ত বোনাস, ৩৯ মাসের বকেয়া এরিয়ার প্রদান সহ অন্যান্য দাবিতে পাঁচটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানাগুলিতে আজ সোমবার সকাল থেকে ধর্মঘট করছে। দুর্গাপুরে ডিএসপির সামনে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ দেখাচ্ছিল শ্রমিক সংগঠনগুলি। সেই সময় আইএনটিটিইউসি ঠিকা শ্রমিক সংগঠনের কর্মীরা এসে ধর্মঘটের বিরোধিতা করেন। তা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পুলিশের বিশাল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সিটু অনুমোদিত হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক সীমান্ত চট্টোপাধ্যায় বলেন, “একাধিকবার আমরা কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে চেয়েছি। আমাদের দাবি জানাতে চেয়েছি। কিন্তু আমাদের সাথে কোন রকম আলোচনা ছাড়াই একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছেন কর্তৃপক্ষ। আমরা তাই সব শ্রমিক সংগঠনগুলি একসঙ্গে বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।” এআইইউটিইউসির সাংগঠনিক সম্পাদক শম্ভুচরণ প্রামানিক বলেন, “২০২২ সালে দুর্গাপুজোর বোনাস পেয়েছিলাম ৪০ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালে কোনরকম আলোচনা ছাড়াই ২৩ হাজার টাকা দেওয়া হয়েছিল। আর ২০২৪ সালে একতরফাভাবে ২৬হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে। ৩৯ মাসের এরিয়া, ইনক্রিমেন্ট বকেয়া। শ্রমিক সংগঠনগুলির সাথে সৌজন্যমূলক আলোচনা করেন না কর্তৃপক্ষ। তাই আমরা ধর্মঘটের পথ বেছে নিয়েছি।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ডিএসপির আইএনটিটিইউসি অনুমোদিত ঠিকা শ্রমিক সংগঠনের নেতা জয়ন্ত রক্ষিত বলেন, “কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগগুলি নিয়ে কিছু বলার নেই। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আমরা একটি কর্মদিবসও নষ্ট করতে দেব না। জোর করে ধর্মঘট করা যাবে না। কাজে যোগদানে বাধা দেওয়া হচ্ছিল। আমরা প্রতিবাদ করেছি। সব শ্রমিকরা কাজে এসেছেন। কেউ বনধ সমর্থন করেন না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।