দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন এক রোগী! এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১৭ নভেম্বর নেপাল থেকে দুর্গাপুরের রঘুনাথপুরে দিদির বাড়িতে আসেন শের ওম বাহাদুর নামের বছর চল্লিশের যুবক। অসুস্থ হওয়ায় ১৮ নভেম্বর তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে হাসপাতালে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা। ১৯ নভেম্বর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। জামাইবাবু সকাল দশটা নাগাদ একবার হাসপাতাল থেকে বাইরে যান। ফিরে এসে দেখেন শ্যালক বেপাত্তা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
হাসপাতালে খোঁজাখুঁজি করে ফল না হওয়ায় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান রাম শ্রেষ্ঠা। নিউ টাউনশিপ থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। হাসপাতালের বাড়তি নজরদারি চালাচ্ছে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। বাড়ানো হয়েছে সিসি ক্যামেরায় নজরদারি। তারপরেও এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।
দিদি মায়া শ্রেষ্ঠা অভিযোগ করেন, “আমার ভাইকে হাসপাতালে ভর্তি করেছিলাম চিকিৎসার জন্য। কিন্তু এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা বড়ই চিন্তিত। হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চেয়েছি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন সিসি ক্যামেরা খারাপ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। হাসপাতালে নিরাপত্তার গাফিলতির জন্যই এই ঘটনা।” হাসপাতালের সুপার ধীমান মন্ডল বলেন,”১৯ নভেম্বর রোগীকে ছুটি দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রোগী হাসপাতাল থেকে বেরিয়ে যায়। পুলিশকে জানানো হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।