দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ আগস্ট ২০২৩: ভয়াবহ ঘটনা! মাঝ আকাশে পাইলটের মৃত্যু। অসুস্থ বোধ করায় সহকারি পাইলটকে দায়িত্ব দিয়ে শৌচালয়ে যান পাইলট। আর ফেরেননি। থরহরি কম্পমান ২৭১ যাত্রীর। মিয়ামি থেকে চিলিগামী আন্তর্জাতিক বিমানটিকে পানামা বিমানবন্দরে জরুরি অবতরণ করান সহকারি পাইলট। রবিবার রাতের ঘটনা।
ল্যাটাম এয়ারলাইন্সের বিমানটি মিয়ামি থেকে যাত্রা শুরুর ঘণ্টা তিনেক বাদে অসুস্থ বোধ করেন ৫৬ বছর বয়সি পাইলট ইভান অ্যান্ডুর। শৌচালয়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মেডিক্যাল এমারজেন্সির কথা জানিয়ে পানামা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন সহকারি পাইলট। সেখানেই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now