জানা গিয়েছে, আগামী বছরের ২২ মার্চ আইপিএল শুরু হওয়ার সম্ভাবনা।
——————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৮ ডিসেম্বর ২০২৩: এবারের আইপিএলের (IPL) মিনি নিলাম হবে মঙ্গলবার। নিলামে উঠবেন ৩৩৩ জন ক্রিকেটার। প্রাথমিক তালিকায় ছিলেন ১১৭৬ জন ক্রিকেটার। বাছাই করা ৩৩৩ জনের মধ্যে রয়েছেন ২১৪ জন ভারতীয় ক্রিকেটার। প্রতিযোগিতা শুরুর সম্ভাব্য দিন ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছে বোর্ড।
মোট ২৩ জন ক্রিকেটারের বেস প্রাইস থাকছে সর্বাধিক ২ কোটি টাকা। তাঁদের মধ্যে ৭ জন অস্ট্রেলিয়ার (Australia) এবারের বিশ্বকাপজয়ী দলের সদস্য। জানা গিয়েছে, আগামী বছরের ২২ মার্চ আইপিএল শুরু হওয়ার সম্ভাবনা। মে মাসের শেষ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি।
দুর্গাপুরে ১০ কিমি ম্যারাথন
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।