দল গুছিয়ে নিতে নিলামে তুমুল প্রতিযোগিতা হবে ১০টি ফ্রাঞ্চাইজির মধ্যে।
——————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৯ ডিসেম্বর ২০২৩: আইপিএলের (IPL) মিনি নিলাম (IPL Auction 2024) হবে আজ। নিলামে উঠবেন ৩৩৩ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার। স্বাভাবিক ভাবেই দল গুছিয়ে নিতে নিলামে তুমুল প্রতিযোগিতা হবে ১০টি ফ্রাঞ্চাইজির মধ্যে। কার কী লক্ষ্য হতে পারে, একটু খোঁজখবর করা যাক।
কলকাতা নাইট রাইডার্স। হাতে ৩২.৭০ কোটি টাকা রয়েছে। দু’জন ভাল মানের জোরে বোলার দরকার। তাই স্টার্ক বা কামিন্সের দিকে নজর থাকা স্বাভাবিক। এছাড়াও রাচিন এবং ভারতীয় হিসাবে হর্ষলকে নিতে পারে এই দলটি। মুম্বই ইন্ডিয়ান্স। হাতে ১৭.৭৫ কোটি টাকা। দল প্রায় গুছিয়ে নিয়েছে এই ফ্রাঞ্চাইজি। হার্দিক পান্ডেকে পেয়ে গিয়েছে তারা।
চেন্নাই সুপার কিংসের হাতে রয়েছে ৩১.৪ কোটি টাকা। ডেথ ওভারে বোলিং এবং আট নম্বরে ব্যাটিংয়ের কথা ভেবে শার্দূল ঠাকুরকে নিতে পারে তারা। এছাড়া ব্যাটার হিসাবে ভারতীয় মণীশ পান্ডে এবং পেস বোলার হিসাবে জশ হেজলউডের কথা ভাবতে পারে তারা। দিল্লি ক্যাপিটালসের হাতে আছে ২৮.৯৫ কোটি টাকা। ব্যাটার হিসাবে প্রিয়াংশ আর্য এবং হর্ষল পটেল, সমীর রিজভির দিকে নজর থাকতে পারে।
গুজরাত টাইটান্স নামছে ৩৮.১৫ কোটি টাকা নিয়ে। হার্দিক পান্ডেকে হারিয়েছে। সেই অভাব ঢাকতে শার্দূল ঠাকুর, রাচিন রবীন্দ্রের দিকে নজর থাকতে পারে তাদের। রাজস্থান রয়্যালসের হাতে আছে ১৪.৫০ কোটি টাকা। সৈয়দ মুস্তাক বা বিজয় হজারেতে ভাল খেলা ক্রিকেটারদের নিতে পারে তারা। লখনউ সুপার জায়ান্টস নামছে ১৩.১৫ কোটি টাকা নিয়ে। ভাল পেসার হিসাবে কোয়েৎজি, এছাড়া মিচেল স্টার্ক বা হেজলউডের পিছনেও ছুটতে পারে তারা।
সানরাইজার্স হায়দরাবাদ নামছে ৩৪ কোটি টাকা নিয়ে। ভাল বিদেশি পেসার, টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটার দরকার তাদের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে আছে ২৩.২৫ কোটি টাকা। তাদের নজরে থাকছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, সুতার’রা। পাঞ্জাব কিংস নামছে ২৯.১০ কোটি টাকা নিয়ে। তাদের নজর রয়েছে শার্দূর, হর্ষল, রাচিনের দিকে।
দুর্গাপুরে ১০ কিমি ম্যারাথন
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।