দুর্গাপুর দর্পণ, নদিয়া, ২৫ জুলাই ২০২৩: শিবলিঙ্গে জল ঢালতে গিয়ে সাপের ছোবলে (Snake Bite) প্রাণ গেল বধূর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) রানাঘাটের মুকুন্দপুরে। শ্রাবণ মাসের প্রথম সোমবার মুকুন্দপুরের মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলেন ধানতলা থানার বহিরগাছি এলাকার বাসিন্দা সরস্বতী বিশ্বাস।
গঙ্গায় স্নান সেরে মন্দিরে শিবের মাথায় জল ঢালেন সরস্বতী। এরপর মন্দির চত্বরে থাকা একটি গাছে মনস্কামনা পূরণের জন্য ঢিল বাঁধতে যান। সেই গাছের নিচেও একটি ছোট শিবলিঙ্গ রয়েছে। সেখানেই একটি সাপ তাঁকে ছোবল মারে। লুটিয়ে পড়েন সরস্বতী। রানাঘাট হাসপাতালে নিয়ে এলে সেখানেই তাঁর মৃত্যু হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#Nadia
WhatsApp Group
Join Now