Durgapur: চুরি করতে এসে এ কী মহা ফ্যাসাদ! ৮ঘন্টা ধরে মাথা ফেঁসে থাকল লোহার খাঁচায়

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৫ জুলাই ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ইস্পাত কারখানা ডিএসপিতে (Durgapur Steel Plant) ঘটে গেল একটি চাঞ্চল্যকর ঘটনা। চোর চুরি করতে এসেছিল ডিএসপির সিএইচআরডি সংলগ্ন একটি স্টোরে। লোহার খাঁচায় মাথা ফেঁসে গিয়ে আটকে থাকল প্রায় আটঘন্টা ধরে।

জানা গিয়েছে, সোমবার রাত ২টা নাগাদ ডিএসপি মেনগেট সংলগ্ন রাজানগরের যুবক আতব আলি কারখানার ভিতরে ঢোকে। এরপর লোহার খাঁচা বেয়ে উপরে উঠে মাথা ঢোকাতে গেলে মাথা কোনও ভাবে আটকে যায়। সেই অবস্থায় সারা রাত ছিল সে। সকাল হলেও কেউ টের পায়নি। শেষ পর্যন্ত সকাল ১০টা নাগাদ সিআইএসএফ তাকে উদ্ধার করে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যায়।

এই ঘটনায় ডিএসপির ভিতরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন শ্রমিকেরা। তাঁদের প্রশ্ন, উপরে উপরে এত কড়াকড়ি দেখা যায়।  কিন্তু রাতে বহিরাগত একজন কীভাবে কারখানার ভিতরে ঢুকে পড়ে? ঘটনার তদন্ত শুরু করেছেন ডিএসপি কর্তৃপক্ষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।Leave a Comment

error: Content is protected !!
mission hospital advt