অন্ডাল: প্রায় এক সপ্তাহ পরে অবশেষে উদ্ধার হল অন্ডালের তবলা শিল্পী বাবাই দত্তের দেহ। গত ১৮ অক্টোবর প্রবল বৃষ্টির মাঝে বাড়ি ফেরার সময় রাত ১১টা নাগাদ শ্রীরামপুরে সিঙ্গারনের সেতু থেকে জলের তোড়ে স্কুটি সহ ভেসে যান তিনি। পরে স্কুটিটি উদ্ধার হয়। তবে তাঁর খোঁজ মেলেনি। সেদিন থেকে তল্লাশি চলছিল।
শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় সিঙ্গারনের সেতু থেকে কয়েক কিমি দূরে দামোদরের মানা থেকে উদ্ধার হয় তাঁর দেহ। এদিন বিকেলে মানা এলাকায় দামোদরে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। নৌকা নিয়ে গিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয়দের সহযোগিতায় অন্ডাল থানার পুলিশ দেহটি উদ্ধার করে দেহ থানায় নিয়ে আসে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দেহ সনাক্ত করেন মৃতের ভাই। এরপর ময়নাতদন্তের জন্য দেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। স্বেচ্ছাসেবী সংগঠন অ্যামিসের পক্ষ থেকে সঞ্জয় সিনহা বলেন, “অবশেষে ৮ দিন পর খোঁজ মিলল বাবাইয়ের। খুব ভালো মানুষ ছিলেন। তবলা শিক্ষক হিসাবে পরিচিত ছিলেন। আমরা শোকাহত।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।