দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ আগস্ট ২০২৩: অমৃত স্টেশনের তালিকায় জায়গা পেল আসানসোল ডিভিশনের ৫টি স্টেশন। আসানসোল, অন্ডাল, পান্ডবেশ্বর, কুমারডুবি ও শিমুলতলা। কোটি কোটি টাকা ব্যয়ে ভোল বদলে যাবে এই সব স্টেশনের। প্রবেশ ও প্রস্থানের পথ, পার্কিং, ফ্রি ওয়াইফাই, নতুন টিকিট কাউন্টার, এক্সিকিউটিভ লাউঞ্জ সহ নানা কিছু গড়ে উঠবে। রবিবার প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি প্রকল্পের শিলান্যাস করেন।
আসানসোল স্টেশনের ভোল বদলের জন্য খরচ করা হবে প্রায় ৪৩১ কোটি টাকা। পান্ডবেশ্বর স্টেশন থেকে প্রতি বছর রেল আয় করে গড়ে প্রায় ১২০০ কোটি টাকা। অথচ পরিকাঠামো বলার মতো নয়। এবার অমৃত স্টেশন প্রকল্পে বদলে যাবে স্টেশনটি। একই ভাবে অন্ডালে বিশাল গেট, পার্কিং, এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে নানা কিছু গড়ে উঠবে। যাত্রীদের আশা, এবার ভোল বদলে যাবে এই সব স্টেশনের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।