দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ আগস্ট ২০২৩: রবিবার প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি অমৃত স্টেশন প্রকল্পের শিলান্যাস করেন। পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশন সেই তালিকায় রয়েছে। রয়েছে আসানসোল, পান্ডবেশ্বর, অন্ডাল। কিন্তু দুর্গাপুর এত গুরুত্ব পূর্ণ শিল্পাঞ্চল হওয়ার পরেও কেন সেই তালিকায় জায়গা পেল না? প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে সেই দুঃখের কথা জানালেন বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
দুর্গাপুর স্টেশনের পরিষেবা নিয়ে অনেক অভিযোগ যাত্রীদের। শনিবার টুইট করে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে অমিতাভ লিখেছেন, ‘রাজ্যের ৩৭টি স্টেশনের মানোন্নয়নের উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু এটা খুবই দুঃখের যে, দুর্গাপুর স্টেশনে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা লিফট ৬০ দিনের বেশি বন্ধ হয়ে পড়ে আছে। ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝের লিফট ১৫ দিনের বেশি সময় ধরে বন্ধ। ইলেকট্রনিক্স বোর্ড কাজ করে না। অনুগ্রহ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।