
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৫ মার্চ ২০২৪: সোমবার দোল পূর্ণিমায় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে চুটিয়ে প্রচার সারলেন তৃণমূল ও বিজেপির দুই প্রার্থী। সন্ধ্যায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যোগ দিলেন দামোদরের বিসর্জন ঘাটের সন্ধ্যা আরতিতে। অন্যদিকে, তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ ইস্কন মন্দিরে রাধা কৃষ্ণের আরতি করলেন। সঙ্গে মন্দিরে আগত ভক্তদের সাথে সেরে নিলেন জনসংযোগ।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কীর্তি আজাদ আগে থেকেই প্রচার করে চলেছেন। সোমবার থেকে যোগ দিলেন দিলীপ ঘোষ। দুজনের কেউই প্রতিপক্ষ হিসাবে অন্যকে প্রকাশ্যে গুরুত্ব দিচ্ছেন না। দামোদর নদের বিসর্জন ঘাটে সন্ধ্যায় আরতি করেন দিলীপ ঘোষ। সূর্য মন্দিরে পুজো দেন। এরপর বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এলাকার মানুষের সঙ্গে চায়ে পে চর্চা সারেন। তৃণমূলের দুর্নীতির কথাও তুলে ধরেন। এরপর তিনি যান ডিএসপি টাউনশিপের বিভিন্ন কর্মসূচীতে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।