অন্ডালে সিভিক ভলান্টিয়ার ও এক স্থানীয় বাসিন্দার সাহসিকতায় বাঁচল দুই যুবকের প্রাণ
দামোদরে স্নান করতে নেমে তলিয়ে যায় দুই যুবক
দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ২২ জুলাই ২০২৪: সিভিক ভলান্টিয়ারের সাহসিকতায় বাঁচল দুই যুবকের প্রাণ। দামোদরে স্নান করতে নেমে তলিয়ে যায় তারা। শ্রাবণের প্রথম সোমবার উপলক্ষে দামোদরে স্নান করতে গিয়েছিল তারা। দুই জন তলিয়ে যেতেই ঘাটে নজরদারির দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ার তৎপর হয়ে ওঠেন। দামোদরে ঝাঁপ দেন তিনি। সঙ্গী হন স্থানীয় এক বাসিন্দা। শেষ পর্যন্ত দুই যুবককেই সুস্থ অবস্থায় উদ্ধার করেন তাঁরা।
সোমবার সকালে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালে দামোদরের কুটির ডাঙা ঘাটে শিবের মাথায় জল ঢালার কথা ছিল সাগর কুমার ও সুরজ কুমারের। দুর্গাপুরের গ্যামন এলাকা থেকে তারা গিয়েছিল। শিবের মাথায় জল ঢালার আগে তারা দামোদরে স্নান করতে নামে। স্নান সেরে কলসি ভরে জল নিয়ে তা শিবের মাথায় ঢালার কথা ছিল। কিন্তু ঘাটে নামার পরেই তারা তলিয়ে যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ঘাটে প্রহরায় ছিল পুলিশ। সঙ্গে সঙ্গে দামোদরে ঝাঁপ দেন সিভিক ভলান্টিয়ার অশোক সিং ও স্থানীয় বাসিন্দা তপন মন্ডল। কিছুক্ষণের চেষ্টায় দুই জনকেই উদ্ধার করে আনেন তাঁরা। দুই জনেই সুস্থ আছেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই দুই জন না থাকলে দুর্গাপুরের দুই যুবক হয়তো তলিয়ে যেত। ঘটতে পারত বড় বিপদ। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।