দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ ফেব্রুয়ারি ২০২৪: সোমবার বিকেলে আকাশ পথে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখান থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের সার্কিট হাউসে পৌঁছে যাবেন।
সেখানে রাত্রিবাস করার পরে মঙ্গলবার সড়কপথে দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে পৌঁছাবেন। এরপর হেলিকপ্টারে করে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে সভা সেরে আবার হেলিকপ্টারে করে দুর্গাপুরে পৌঁছাবেন। ফের বুধবার সকালে দুর্গাপুর থেকে হেলিকপ্টারে করে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন।
সেখানে সভা শেষে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে দুর্গাপুরের সার্কিট হাউস সেজে উঠছে। সার্কিট হাউসের বাইরে নীল সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। লাগানো হয়েছে বহু তৃণমূলের পতাকা। রাস্তার পাশে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন পোস্টারও দেওয়া হয়েছে।