দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ২৫ ফেব্রুয়ারি ২০২৪: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বর্ধমান শহরের বিজয় তোরণের সামনে বিজেপি মহিলা মোর্চা ও যুব মোর্চার উদ্যোগে চলছে ধর্না মঞ্চ। সন্দেশখালি কান্ডে শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে চলছে আন্দোলন।
উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা, বিজেপির সুশাসন বিভাগের তরফে অমিতাভ ব্যানার্জি প্রমুখ। এছাড়াও ছিলেন পাপিয়া দে, ডঃ পিকে চ্যাটার্জি, ডঃ রঞ্জন চ্যাটার্জি, যুব মোর্চার দেবজ্যোতি সিংহ রায়, সুধীর রঞ্জন সাও, বিকি সোনকার, সুতপা দাস প্রমুখ। যত দিন দিন শাহজাহান গ্রেফতার না হয়, চলবে আন্দোলন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।