
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ ফেব্রুয়ারি ২০২৪: একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্তে মঙ্গলবার সকালে ইডি গিয়েছিল হুগলির (Hooghly) চুঁচুড়ার (Chinsura) ব্যবসায়ী সন্দীপ সাধুখাঁর বাড়িতে। ভুল করে সেখানকার অন্য এক সন্দীপ সাধুখাঁর বাড়িতে তাঁরা পৌঁছে যান। সাতসকালে এই ঘটনায় শোরগোল পড়ে যায় চুঁচুড়ায়।
এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ইডির ১০ জনের একটি দল চুঁচুড়া স্টেশন সংলগ্ন ময়দাডাঙায় সন্দীপ সাধুঁখা নামে এক ব্যক্তির বাড়িতে হাজির হয়। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করতেই তাঁরা বুঝতে পারেন, কোথাও ভুল হচ্ছে। বুঝতে পারেন, ভুল জায়গায় এসেছেন। তাঁরা চলে যান আসল ঠিকানার খোঁজে।
কিন্তু ইডি এসেছে বলে পাড়ায় শোরগোল পড়ে যায়। ওই পরিবারের তরফে জানানো হয়, এভাবে তাঁদের বাড়িতে ইডি চলে আসায় লোকসমাজে সম্মানহানি হয়েছে। এর বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুমকি দেন পরিবারের সদস্যরা! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।