
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ ফেব্রুয়ারি ২০২৪: স্ত্রীকে ১২ বছর ধরে ঘরবন্দি করে রেখেছেন স্বামী! কর্নাটকের মাইসুরুর (Mysuru) ঘটনা। বিয়ের পর থেকেই স্বামী অত্যাচার করত বলে অভিযোগ। কিছুদিনের মধ্যেই স্ত্রীকে ঘরবন্দি করে দেয় সে। সেভাবেই কেটেছে ১২ বছর। বাইরে শৌচাগারেও তাঁকে যেতে দেওয়া হত না। ঘরেই একটি বাক্স দেওয়া হয়েছিল। সেখানেই তাঁকে শৌচকর্ম সারতে হত। এমনটাই দাবি করেছেন ওই মহিলা।
যদিও, সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও পুলিশ উদ্যোগ নিয়ে তাঁকে উদ্ধার করেছে। পুলিশের দাবি, মহিলার স্বামী কাজে যাওয়ার সময় বাড়ি বাইরে থেকে তালাবন্ধ করে যেত। তবে সেটা ১২ বছর নয়, দু’তিন সপ্তাহ হতে পারে। ওই ব্যক্তির মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।