
দুর্গাপুর দর্পণ ডেস্ক: কোলের শিশু বিক্রি করতে এসে ধরা পড়ে গেল এক দম্পতি। জলপাইগুড়ি জেলার (Jalpaiguri) মালবাজারে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, নগদ ৫০ হাজার টাকার বিনিময়ে এক মাসের ছেলেকে বিক্রি করতে এসেছিল ওই দম্পতি। মালবাজার শহর লাগোয়া রাজা চা বাগানের পাকা লাইন শ্রমিক মহল্লা এলাকায়। এলাকাবাসী বিষয়টি ধরে ফেললে তারা মালবাজার পুরনো স্টেশনের প্লাটফর্মে চলে যায়। শ্রমিক মহল্লার লোকজন তাদের পিছু নিয়ে স্টেশনে পৌঁছে সবাইকে বিষয়টি জানিয়ে দেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দম্পতিকে ঘিরে ধরে বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়,তাদের নাম রাজেশ মিশ্র ও অনিতা ওঁরাও। যদিও দেখা যায় অনিতার আধার কার্ডে তার স্বামীর অন্য নাম রয়েছে। রাজেশ বানারহাট এর কারবেলা বাগানের বাসিন্দা এবং অনিতা বানারহাটের দেবপাড়া চা বাগানের বাসিন্দা। তাদের কথায় নানা অসঙ্গতি ধরা পড়ে। তবে সংবাদমাধ্যমের সামনে তারা বাচ্চা বিক্রি করতে আসার অভিযোগ স্বীকার করে নেয়। পুলিশকে খবর দেওয়া হয়। মালবাজার থানার পুলিশ এসে দম্পতিকে আটক করে নিয়ে যায়। তদন্ত শুরু করেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
