কারওর পৌষ মাস, কারওর সর্বনাশ! বানভাসি উখড়ায় দেখা গেল এমন ছবি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ২ আগস্ট ২০২৪: রাতভর একনাগাড়ে বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয় অন্ডাল এলাকায়। অন্ডাল পোস্ট অফিস মোড়ে রেলের সাবওয়েতে উপচে পড়ে জল। ফলে সাবওয়ে দিয়ে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় দীর্ঘ নালার সঙ্গে অন্ডাল সাউথ বাজার এবং নর্থ বাজারের সঙ্গে অন্ডাল রেলস্টেশন, রামপ্রসাদপুর, শ্রীরামপুর, মদনপুরের যোগাযোগ ব্যবস্থা। 

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)

টানা বর্ষণের জেরে ভেঙে যায় উখরা সুকো বাঁধের পাড়। বাঁধ ভাঙ্গার কারণে পার্শ্ববর্তী আমলৌকা, বাঙ্গুরি, তামলা গ্রাম ভাসার সম্ভাবনা তৈরি হয়। অন্যদিকে, বাঁধ ভেঙে যাওয়ায় সব মাছ বেরিয়ে যায়। সেই মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। জাল নিয়ে বড় বড় মাছ ধরতে থাকেন তাঁরা। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!