
দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ৩০ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের দন্ডেশ্বরে মাছ ধরার জন্য পুকুর থেকে পাম্পের মাধ্যমে জল বের করা নিয়ে বিবাদ। ব্যাপক উত্তেজনা। সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মারধর এবং মাছ ধরতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন মাছ চাষীদের। সিভিক ভলেন্টিয়ারের দাবি, পুকুরের জল তুলে তাঁদের পেঁয়াজের জমি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তাই তিনি প্রতিবাদ করেন। মারধরের অভিযোগ ভিত্তিহীন।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
জানা গিয়েছে, বিদবিহারের এটেডাঙ্গার মনসা ধীবর সহ বেশ কয়েকজন যুবক দন্ডেশ্বরের একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন। মনসা ধীবরের অভিযোগ, পুকুরের জল পাম্পের মাধ্যমে ফেলে মাছ ধরার কাজ চলছিল। পুকুরের মালিকের কথামতো সেই জল পেঁয়াজ মাঠের পাশ দিয়ে ফেলা হচ্ছিল। তখনই হঠাৎ সিভিক ভলেন্টিয়ার লালু বাগদি কোনও কথা না বলে তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন। মালিকের কথা মতো জল ফেলা হচ্ছে জানানো হলে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ।
মাছ চাষীদের অভিযোগ, মাছ ধরার কাজেও বাধা দেওয়া হয়। প্রায় দেড় কুইন্টাল মাছ পুকুরেই পড়ে রয়েছে বলে দাবি করেন তাঁরা। কেন মারধর করা হল তার জবাব দিতে হবে এবং মাছের ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি তোলেন তাঁরা। তবে থানায় কোনও লিখিত অভিযোগ তাঁরা করেননি।সিভিক ভলেন্টিয়ার লালু বাগদির দাবি, সামান্য হাতাহাতি হয়েছে। তবে কাউকে মারধর করেননি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)