দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩০ মার্চ ২০২৪: কম্বোডিয়ায় জোর করে আটকে রাখা হয়েছে ৫হাজারের বেশি ভারতীয়কে। অভিযোগ, তাঁদের দিয়ে জোর করে সাইবার ক্রাইম করানো হচ্ছে। ডেটা এন্ট্রির কাজ দেওয়ার নামে গত কয়েক মাস ধরে বহু ভারতীয়কে কম্বোডিয়ায় পাঠানো হয়। কিন্তু সেখানে যাওয়ার পরে পাসপোর্ট কেড়ে নিয়ে কোটি কোটি টাকার সাইবার ক্রাইম করানো হচ্ছে তাঁদের দিয়ে।
ভারত সরকার তাঁদের মুক্ত করার পরিকল্পনা শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রক বৈঠক করেছে বিদেশমন্ত্রক, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক, ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এবং অন্য নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে। এখন পর্যন্ত কম্বোডিয়া থেকে ব্যাঙ্গালুরুর ৩ জনকে দেশে ফেরানো হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#CyberCrime