ফলের রাজা আমের কত গুণ! রূপচর্চায় জুড়ি মেলা ভার

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৮ এপ্রিল ২০২৪: ফলের রাজা আমের কত গুণ! আমের স্বাদ নিয়ে তো কথা হবে না। তবে জানেন কী, আপনার ত্বকের জেল্লা এনে দিতেও আমের জুড়ি মেলা ভার। মুখমণ্ডলের মৃত কোষ নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। এ থেকে মুক্তি পাওয়ার উপায় হল আম। একটি বাটিতে এক টেবিল চামচ আমের পাল্প, এক চা-চামচ মধু ও এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি দশ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের পোড়া ভাব দূর করতেও আমের একটি বিশেষ মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। এক টেবিল চামচ আমের পাল্প, দুই চা-চামচ গমের আটা, এক চা-চামচ মধু মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে। পেস্ট মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। পোড়া ভাব দূর হয়ে গিয়ে ফিরবে ত্বকের স্বাভাবিক জেল্লা।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

ত্বকের শক্ত ভাব দূর করতেও আমের মিশ্রণ কাজে আসে। ত্বকের নরমভাব ফিরে পেতে দুই টেবিল চামচ আমের পাল্প, এক টেবিল চামচ ওটস, এক চা-চামচ কাঁচা দুধ ও তিন-চারটি আমন্ডের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। আবার ব্রণ সমস্যা থেকে মুক্তি পেতে আমের পাল্পের সঙ্গে দুই টেবিল চামচ টক দই ও দুই চা-চামচ মধু মিশিয়ে সেই মিশ্রণ মুখে লাগান। ১৫ মিনিট পরে ধুয়ে নিন। ফল মিলবে হাতে হাতে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!
mission hospital advt