
একটি বেসরকারি এলপিজি সিলিন্ডার তৈরির কারখানায় বিস্ফোরণ হয়। তিন কর্মী ঝলসে যান।
—————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ নভেম্বর ২০২৩: বুধবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কড়ঙ্গপাড়ায় একটি বেসরকারি এলপিজি সিলিন্ডার তৈরির কারখানায় বিস্ফোরণ হয়। তিন কর্মী ঝলসে যান। তাঁদের রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের দুটি ইঞ্জিন প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন আয়ত্বে আনে।
দমকল সূত্রে জানা গিয়েছে, এলপিজি সিলিন্ডার তৈরির সময় গ্যাসের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিলিন্ডার তৈরীর দাহ্য পদার্থ পড়ে থাকায় আগুন কিছুটা ছড়িয়ে পড়ে। তবে দমকল দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।