দুর্গাপুর: কঠিন, তরল এবং গ্যাসের পর পদার্থের চতুর্থ অবস্থাকে প্লাজমা (Plasma) বলা হয়। এটি এমন একটি পদার্থের অবস্থা যেখানে একটি আয়নযুক্ত পদার্থ অত্যন্ত বৈদ্যুতিকভাবে পরিবাহী হয়ে ওঠে। মঙ্গলবার থেকে দুর্গাপুরের Dr. B. C. Roy Engineering College-এ আয়োজন করা হয়েছে তিন দিনের Plasma Exhibition এর। গান্ধীনগরের দ্য ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ (আইপিআর) এর সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
কলেজের অ্যালবার্ট আইনস্টাইন হলে বুধবার এই কর্মসূচীর সূচনা করেন কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় এস পাওয়ার। স্বাগত ভাষণও দেন তিনি। আইপিআর এর Scientific Officer G চেতন জারিওয়ালা প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন। Dr. B. C. Roy College Group এর মুখ্য উপদেষ্টা ড. সৈকত মৈত্র প্লাজমা প্রদর্শনীর আনুষ্ঠানিক ঘোষণা করেন। তিনি বলেন, “প্লাজমা হল পদার্থের অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থ অবস্থা এবং এটি আলো ও জীবনের উৎস।” এনআইটি দুর্গাপুরের রসায়ন বিভাগের প্রধান ড. পরেশনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রদর্শনী আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দুর্গাপুরের বিশ্বগন্ধা ফাউন্ডেশন। ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য রাখেন কলেজের বেসিক সায়েন্সের বিভাগীয় প্রধান ড. সৌরভ রঞ্জন দাস।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
প্রদর্শনীর পাশাপাশি বিজ্ঞান বিষয়ক কর্মসূচী, স্পট কুইজ, কেরিয়ার কাউন্সেলিংয়ের-ও আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে অংশ নিয়েছে দুর্গাপুরের বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এই তালিকায় রয়েছে ড. বি.সি.রায় কলেজ অফ ফার্মেসি এবং এএইচএস, জওহর নবোদয় বিদ্যালয়, দুর্গাপুর সরকারি কলেজ, এনআইটি দুর্গাপুর, সাগরভাঙ্গা উচ্চ বিদ্যালয়, হেমশিলা মডেল স্কুল সহ অন্যান্য প্রতিষ্ঠিত স্কুল এবং কলেজ। আইপিআর এর পক্ষ থেকে মোট ১৯ টি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের Basic Science & Humanities এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. সুনীতা দে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।