দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৪ জুলাই ২০২৩: শুক্রবার দুপুর ২:৩৫ নাগাদ চাঁদের উদ্দেশে রওনা দেবে ইসরোর (ISRO) চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। ইসরো সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হবে। গোটা দেশের নজর এখন সে দিকেই।
এর আগে ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর চন্দ্রযান-২ ল্যান্ডার ‘বিক্রম’-কে চাঁদের পিঠে নামাতে ব্যর্থ হয়। তা শুধরে নতুন করে চাঁদের মাটি ছোঁয়ার প্রস্তুতি নিয়েছে ইসরো। সে বারের পাঠানো অরবিটরটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে। তাই এ বার ইসরো আর কোনও অরবিটার পাঠাবে না চাঁদের কক্ষপথে।
চন্দ্রযান-২ এর অরবিটারের সাহায্যেই চন্দ্রযান-৩ এর সঙ্গে যাওয়া ল্যান্ডার আর তার ভিতরে থাকা রোভারকে চাঁদে নামানো হবে। চাঁদের মাটিতে দু’সপ্তাহ ধরে গবেষণা চালাবে ল্যান্ডার রোভার। (Pix: ISRO FB) (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।