
দুর্গাপুর: যুবতীর হাত ধরে INTTUC নেতার ‘ভোজপুরি’ ডান্স! ‘টুট যায় রাজা জি’, ভোজপুরি গানের তালে যুবতীর হাত ধরে উদ্দাম নাচছেন INTTUC এর দুর্গাপুর ১ নম্বর ব্লক সভাপতি মানস অধিকারী। ডিএসপি টাউনশিপের একটি পার্কে INTTUC এর উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয়েছিল। সেখানেই সংগঠনের ব্যানারের সামনে ব্লক সভাপতির এমন নাচ, বিতর্কের ঝড় তুলেছে দুর্গাপুরে। রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্তে দলীয় কর্মীদের শৃঙ্খলার কথা মনে করিয়ে দেন। কিন্তু তা যে সব সময় সবাই মানছেন এমন নয়। দুর্গাপুরে যেভাবে ভোজপুরি গানের সঙ্গে তরুণীর হাত ধরে নাচলেন INTTUC ব্লক সভাপতি, তা নিয়ে বিরোধীরা তো বটেই, প্রশ্ন তুলল দলেরই একাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন, “মানুষ আমাদের ভরসা করেন। তাই এমন কোনও আচরণ ঠিক নয় যা নিয়ে কেউ প্রশ্ন তোলেন।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, “মুখ্যমন্ত্রী যখন শৃঙ্খলার কথা বলছেন, তখন তাঁর দলেরই শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি এই ভাবে যুবতীর সঙ্গে নাচছেন। অবশ্য যার যেমন রুচি সে সেরকম করতেই পারে। আমাদের বলার কিছু নেই।” যদিও মানস বলেন, এর মধ্যে অন্যায় কিছু নেই। সবাইকে আনন্দ দেওয়ার জন্য পিকনিক করেছি। নাচানাচি হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
