দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ২২ ডিসেম্বর ২০২৩: পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী যুবকের। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার সরস্বতী গঞ্জের জঙ্গল এলাকায় শিবপুর থেকে মলানদিঘি যাওয়ার রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম অজয় বাগদি। বয়স আনুমানিক ২৪ বছর। মলানদিঘির বাসিন্দা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাইক নিয়ে সরস্বতীগঞ্জে বন্ধুর বাড়িতে গিয়েছিল অজয়। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও বাড়ি ফেরেনি। চিন্তিত হয়ে পড়ে পরিবারের লোকজন। শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পান, রাস্তার পাশে সরস্বতীগঞ্জের জঙ্গলে আশঙ্কাজনক অবস্থায় পড়ে আছে অজয়।
খবর পেয়ে পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। কোনও গাড়ি বা ট্রাক ধাক্কা মেরে পালিয়েছে না অজয় নিজেই বাইক নিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছিল। তা এখনও স্পষ্ট নয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।