ওই এলাকায় যান মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাকুমনি সোরেন। সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য।
——————————————-
দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ৭ নভেম্বর ২০২৩: জরাজীর্ণ মাটির বাড়িতে বসবাস প্রায় ২৫ টি পরিবারের। খড়, টালির ছাউনি ভেঙে পড়েছে। দু’বেলা দু’মুঠো খাবার ঠিক করে জোটে না। গত ২৮ অক্টোবর পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসার জঙ্গলমহলের মলানদিঘির আকন্দারা আদিবাসী এলাকার সেই দুর্দশার ছবি প্রকাশিত হয়েছিল।
এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। সোমবার দুপুরে ওই এলাকায় যান মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাকুমনি সোরেন। সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। বাড়ি বাড়ি ত্রিপল বিলি করা হয়। চলতি সপ্তাহের মধ্যেই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেন তাঁরা। কোনও সরকারি সুযোগ-সুবিধা থেকে তাঁরা যাতে বঞ্চিত না হন সেদিকেও নজর দেওয়া হবে বলে আশ্বাস দেন পঞ্চায়েত প্রধান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।