
Police at work. Free public domain CC0 photo.
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৬ অক্টোবর ২০২৩: রেস্তরাঁয় গিয়ে জমিয়ে খাওয়া-দাওয়া। কিন্তু বিল মেটাতে গেলেই হার্ট অ্যাটাক হয়ে যেত পঞ্চাশ বছর বয়সী ব্যক্তির। স্পেনের (Spain) কোর্সটা ব্ল্যাঙ্ক এলাকার এমন ২০টি রেস্তরাঁয় গিয়ে একই ঘটনা ঘটে ওই ব্যক্তির। তবে ২১ নম্বর রেস্তরাঁয় তিনি ধরা পড়ে গেলেন হাতে নাতে। এখন তিনি রয়েছেন জেলে।
জানা গিয়েছে, পেটপুরে খাওয়া দাওয়ার পর বিল মেটানোর সময় হার্ট অ্যাটাকের ভান করতেন। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যেতেন। রেস্তারাঁ কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতেন। বিল দেওয়া থেকে পার পেয়ে যেতেন তিনি। কিন্তু এক মালিকের সন্দেহ হওয়ায় তিনি অন্যান্য রেস্তরাঁ মালিকদের কাছে পাঠিয়ে দেন।
গত মাসে ওই ব্যক্তি ২১ নম্বর রেস্তরাঁয় যান এবং একই ঘটনা ঘটে। ওয়েটার ৩৭ ডলারের বিল আনতেই প্রথমে পালানোর চেষ্টা করেন। ধরা পড়লে হার্ট অ্যাটাকের ভান করেন এবং মাটিতে পড়ে যান। রেস্তরাঁ কর্তৃপক্ষ বিষয়টি ধরে ফেলে থানায় খবর দেন। পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।