You are currently viewing অযোধ্যায় মসজিদের শিলান্যাসও হোক মোদির হাতেই, চাইছে মুসলিম পক্ষ

অযোধ্যায় মসজিদের শিলান্যাসও হোক মোদির হাতেই, চাইছে মুসলিম পক্ষ

  • Post category:দেশ

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৬ অক্টোবর ২০২৩: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অন্যদিকে, সুপ্রিম কোর্টের রায়ে রাম মন্দির থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ধন্নিপুর গ্রামে যে মসজিদ নির্মাণ হবে তার প্ল্যান তৈরি হয়ে গিয়েছে। মুসলিম পক্ষ চাইছে, ওই মসজিদের শিলান্যাস হোক মোদির হাতেই।

ইন্ডিয়ান মুসলিম লিগের সভাপতি মহম্মদ ইসমাইল আনসারি জানিয়েছেন, প্রধানমন্ত্রী রাম মন্দিরের উদ্বোধন করতে হলে তাঁরা মসজিদের শিলান্যাস করার অনুরোধ জানাবেন। বাবরি মসজিদের মুফতি আবদুল্লাহ বাদশা খানও জানিয়েছেন, যেভাবে প্রধানমন্ত্রী অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করেছেন সেভাবেই মসজিদেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করুন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply