দুর্গাপুর দর্পণ, জামুড়িয়া, ৯ আগস্ট ২০২৪: সিঙ্গারণ ও অজয় নদের পাড় দখল করে নিচ্ছে বেসরকারি কারখানা। এমন অভিযোগ তুলে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায় অবস্থান বিক্ষোভ করছে বিজেপি। বিজেপির অভিযোগ, জামুরিয়া শিল্পতালুকের বিভিন্ন বেসরকারি কারখানা নদীকে ধীরে ধীরে গ্রাস করছে। তারই প্রতিবাদে শুক্রবার জামুরিয়া বিডিও অফিসে বিজেপির পক্ষ থেকে অবস্থান কর্মসূচি নেওয়া হয়।
কিছুদিন আগে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি জেলা শাসকের কাছে চিঠি দিয়ে জানান, সিঙ্গারণ ও অজয় নদের পাড় দখল করছে বেসরকারি কারখানা। জামুরিয়া বিডিও অফিসের কাছ থেকে কোনও সদুত্তর না পেয়ে এদিন অবস্থান বিক্ষোভ করা হয়। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা বাদ্যকর জানান, বিষয়টি তদন্ত করে দেখার জন্য কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
জামুরিয়ার বিডিও অরুণালোক ঘোষ জানান, সিঙ্গারণ নদের পাড় ও জমি দখল নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তাঁর দফতরে অভিযোগ করা হয়েছে। তা নিয়ে বৈঠকও হয়েছে। ভূমি দফতরের আধিকারিককেও জানানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষদের সিঙ্গারন নদে রাসায়নিক বর্জ্য যুক্ত জল যাতে না পড়ে সেই নির্দেশ দেওয়া হয়েছে। নদীর পাড়ে যে সব বেসরকারি কারখানা জমি দখল করেছে, সেই সব জমি দখল মুক্ত করে বৃক্ষরোপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।