দুর্গাপুর দর্পণ, জামুড়িয়া, ৮ আগস্ট ২০২৪: রোজকার মতো কারখানায় কাজে যাচ্ছিলেন বিহারের পরমা রাই। পশ্চিম বর্ধমান জেলার তপসী ওভারব্রিজের কাছে একটি লরি তাঁর বাইকে ধাক্কা মারে। বৃহস্পতিবার দুপুরের ঘটনা। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অবস্থার অবনতি হলে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
স্থানীয় সূত্রে জানা যায়, তপসী ওভার ব্রিজের কাছে পাঞ্জাবি মোড়ের দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকে। বেসরকারি কারখানার ওই কর্মী গুরুতর জখম হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার পরে লরি ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ লরিটিকে আটক করে। বাইকটিকেও থানায় নিয়ে যায় পুলিশ। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#accident