দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ জানুয়ারি ২০২৪: নিয়োগের দাবিতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) মলানদিঘির আকন্দারা এলাকায় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বে চলছে বিক্ষোভ।
আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের অভিযোগ, আদিবাসী এলাকায় সংস্থার বেশ কয়েকটি পিট থাকলেও আদিবাসীদের নিয়োগ করা হচ্ছে না। অথচ বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে। একাধিকবার বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার আধিকারিকদের এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানোর পরেও কোন কাজ হচ্ছে না বলেও তাঁদের অভিযোগ।
শেষমেশ তাঁরা বাধ্য হয়ে বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার গেট আটকে বিক্ষোভে নেমেছেন। যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেন আদিবাসী সংগঠনের নেতারা। ঘটনাস্থলে গিয়েছে কাঁকসা থানার পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।