দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ জুলাই ২০২৪: ৫৭ তম বর্ষে রাজস্থানের হাওয়া মহল গড়ে টেক্কা দিতে চাইছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। প্রতি বছর জেলায় এই পুজো বিশেষ স্থান অধিকার করে থাকে। রবিবার অগ্রণী সাংস্কৃতিক পরিষদের খুঁটিপুজো অনুষ্ঠান হল। গত বছরের মতো এবারও পুজোর আয়োজন করা হচ্ছে বেনাচিতি হাইস্কুলের মাঠে। তবে ক্লাব প্রাঙ্গনে ছোট আকারের একটি পুজো করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
এবারের থিম রাজস্থানের হাওয়া মহল। বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা। খুঁটিপুজোয় অংশ নেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, পুর প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি, শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর অসীমা চক্রবর্তী প্রমুখ। পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ভার্চুয়ালি যোগ দেন অনুষ্ঠানে। ক্লাবের তরফে সোনা চট্টোপাধ্যায় জানান, হাওয়া মহল ১৫ মিটার উঁচু এবং পাঁচতলা ভবন। মনে করা হয়, সোয়াই মানসিংহ ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। তাই হাওয়া মহলের আকার মুকুটের মতো করা হয়। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।