দুর্নীতি বিরোধী বক্তৃতা প্রতিযোগিতায় জেলার সেরা BCREC এর MBA বিভাগের শাশ্বত

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

BCREC থেকে MBA প্রথম বর্ষের পড়ুয়া শাশ্বত ব্যানার্জি দুর্নীতি বিরোধী বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন

——————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ নভেম্বর ২০২৩: দুর্নীতি বিরোধী সতর্কতা সপ্তাহ পালন উপলক্ষে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার বিভিন্ন কলেজকে নিয়ে গত ৪ নভেম্বর দুর্নীতি বিরোধী আন্তঃকলেজ বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে জেলার মধ্যে প্রথম হয়েছেন দুর্গাপুরের Dr. B. C. Roy Engineering College-এ (BCREC) এর MBA বিভাগের প্রথম বর্ষের ছাত্র শাশ্বত ব্যানার্জি। তাঁর হাতে ট্রফি ও সংশাপত্র তুলে দেন CGM, IISCO তথা SAIL এর Additional Chief Vigilance Officer জিএস ভেনুগোপাল। জানা গিয়েছে, BCREC কলেজের MBA বিভাগ নানা বিষয়ে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে। কিছুদিন আগে কলকাতায় অনুষ্ঠিত IISWBM এর বার্ষিক উৎসব Managereal-এ নজর কাড়া সাফল্য অর্জন করেন এই বিভাগের ৬ জন পড়ুয়া। দুটি বিভাগে তিনজন করে পড়ুয়া দ্বিতীয় স্থান অধিকার করেন।

আরও পড়ুন- সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং শিখবেন? সুযোগ দিচ্ছে BCREC

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!