দুর্গাপুর দর্পণ, ৫ জুলাই ২০২৪: মদ কারখানার দূষিত বর্জ্য রাখা হয়েছে এলাকার একটি গুদামে। দুর্গন্ধে টেকা দায়। তার উপরে মাঝে মাঝেই গুদামে আগুন লেগে বিপদ ডেকে আনছে। আতঙ্কিত ডোমরা এলাকার বাসিন্দারা। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড় শিল্প তালুকের একটি মদ কারখানার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন এলাকাবাসী। সম্প্রতি পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তারপরেও পরিস্থিতি বদলায়নি। শুক্রবার ফের তাঁরা রাজ্য সড়ক অবরোধ করেন। গুদাম থেকে বর্জ্যের বস্তা রাজ্য সড়কে ফেলে ছড়িয়ে দেন গ্রামবাসীরা। হাতে বাঁশ লাঠি নিয়ে চলে আসেন মহিলারাও। পুলিশ এলে তাঁরা সাফ জানিয়ে দেন, গুদাম না সরানো পর্যন্ত রাস্তা অবরোধ চলবে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক মাস ধরে এমন ভোগান্তির মুখে রয়েছেন তাঁরা। এই বিষয়ে প্রশাসনকে লিখিতভাবে বহু বার জানিয়েও কোন সমাধান হয়নি। দূষিত গন্ধে এলাকার মানুষ জন অসুস্থ হয়ে পড়ছে। অন্যদিকে গুদামে বার বার আগুন লাগছে। যার ফলে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে। দমকল বিভাগ থেকেও মদ কারখানার কর্তৃপক্ষকে বার বার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ কোন রকম কর্ণপাত করেনি। সব মিলিয়ে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
কিশোরীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ধুন্ধুমার কান্ড
গত সপ্তাহে ফের গুদামে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল বিভাগকে। অবশেষে অক্সিজেন মাস্ক পরে আগুন নেভাতে হয়। দমকলের আধিকারিক সুদীপ্ত পাল জানান, দূষিত বর্জ্যের গুদামে বার বার আগুন লাগছে। কারখানা কর্তৃপক্ষকে এ বিষয়ে বার বার জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয় না। গুদামের মালিক গৌতম ভট্টাচার্য জানান, তিনি মদ কারখানাকে গুদামটি ভাড়া দিয়েছেন। কিন্তু এমন দূষিত বর্জ্য রাখা হবে সেটা তাঁকে জানানো হয়নি। তিনি প্রশাসনকে তাঁর গুদাম খালি করে দেওয়ার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। বাসিন্দাদের একটাই দাবি, জনবসতিপূর্ণ এলাকা থেকে দূষিত সামগ্রী সরাতে হবে অবিলম্বে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।