প্রতিমা বানিয়ে বিক্রি করে যা আয় হয়, তাই দিয়েই চলে তার পড়াশোনার খরচ।
——————————————-
সনাতন গরাই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অভাবের সংসারে পড়াশোনার খরচ জোগাতে দশম শ্রেণীতে পড়ার সময় থেকে কালী প্রতিমা বানিয়ে আসছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের কাঁটাবেড়িয়ার সুদীপ সূত্রধর। প্রতিমা বানিয়ে বিক্রি করে যা আয় হয়, তাই দিয়েই চলে তার পড়াশোনার খরচ।
সুদীপ সূত্রধর মাধ্যমিকে প্রথম ডিভিশন পায়। উচ্চ মাধ্যমিকে ৭৮ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। চলতি বছরে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে ভালো নম্বর পেয়ে স্নাতক উত্তীর্ণ হয়। সুদীপের ইচ্ছা কারিগরি বিদ্যা নিয়ে পড়াশোনা করার। আর্থিক অভাব যাতে উচ্চশিক্ষার পথে কাঁটা না হয়ে দাঁড়ায়, তাই সুদীপ এখন কালী প্রতিমার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কার্তিক, গণেশের মূর্তিও বানিয়ে থাকে।
এই সব মূর্তি বিক্রি করে যা আয় হবে তাই দিয়ে সে কারিগরি বিদ্যা নিয়ে পড়াশোনার খরচ জোগাবে। গত এক বছর ধরে মূর্তি গড়ে যা আয় হয়েছে তা সঞ্চয় করে রেখেছে সুদীপ। তার বাবা সন্ন্যাসী সূত্রধরও মৃৎশিল্পী। তিনি বলেন, ‘‘ছোট থেকেই ছেলে পড়াশোনায় ভালো। সরকারি কিছু সাহায্য পেলে ছেলের পড়াশোনার সুবিধা হয়।’’ এলাকার প্রাক্তন শিক্ষক সুদেব রায় জানান, গরীব বাড়ির ছেলে সুদীপ প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনায় এগিয়ে চলেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।