দুর্গাপুর: মঙ্গলবার দুর্গাপুর ব্যারাজ পরিদর্শন করেন কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী। তিনি জানান, ব্যারাজের পলি সংস্কারে কেন্দ্র থেকে বিশেষজ্ঞ কমিটি পাঠানো হবে। মাইথন ও পাঞ্চেত জলাধারের পলি তোলার বিষয়টিও খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি। এরপর সেই অনুযায়ী পদক্ষেপ হবে। তবে কেন্দ্রীয় মন্ত্রীর এই প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
দুর্গাপুরে ডিভিসি ব্যারাজ গড়ে ওঠে ১৯৫৫ সালে। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়া জল আসে দুর্গাপুর ব্যারাজে। ব্যারাজ তৈরি হওয়ার পর কোনওদিন পলি তোলার কাজ হয়নি। ব্যারাজের জলধারণ ক্ষমতা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। একই ভাবে পলি জমেছে মাইথন ও পাঞ্চেত জলাধারে। ফলে সেই দুই জলাধারেও জলধারণ ক্ষমতা কমে গিয়েছে। তাই আগের থেকে কম বৃষ্টি হলেও জল ছাড়ার পরিমাণ বেড়ে যায় এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মঙ্গলবার দুপুরে রাজভূষণ চৌধুরী ব্যারাজে যান। দুর্গাপুরে এনআইটিতে আয়োজিত রোজগার মেলায় যোগ দিতে এসেছিলেন তিনি। বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই তাঁকে ব্যারাজ পরিদর্শনের অনুরোধ করেন। ব্যারাজ ঘুরে মন্ত্রী বলেন, “বিশেষজ্ঞ কমিটি পাঠানো হবে। কমিটি যে পরামর্শ দেবে সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। কমিটি রাজ্য সরকারের সঙ্গেও যোগাযোগ করবে।” মাইথন ও পাঞ্চেত জলাধার প্রসঙ্গে তিনি আরও জানান, জলাধারগুলিতে পলি জমার সমস্যাটি সারা দেশের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “এর আগে তৎকালীন মন্ত্রী উমা ভারতী এসেছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন উনি এসে আবার প্রতিশ্রুতি দিচ্ছেন। কিছুই হবে না। ডিভিসির ম্যানমেড বন্যায় প্রতি বছর উৎসব মরসুমে লক্ষ লক্ষ মানুষ বিপাকে পড়েন। মুখ্যমন্ত্রী সব সময় মানুষের পাশে আছেন। যা করার তিনিই করছেন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।