অন্ডালের উখড়ায় বাড়ি ভাড়া নিয়ে চলছিল জামতাড়া গ্যাং এর অপকর্ম
দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ২৩ জুলাই ২০২৪: পাড়ার ভিতরে একটি বাড়ি ভাড়া নিয়ে চলছিল জামতাড়া গ্যাং এর অপকর্ম। পুলিশ তদন্তে নেমে সেই বাড়ি থেকে ধরে ফেলে তিন দুষ্কৃতীকে। বেগতিক বুঝে পালিয়ে যায় বাড়ির মালিক। পুলিশ মনে করছে, সেও এদের সঙ্গে হাত মিলিয়েছিল উপরি ইনকামের জন্য। তাই সে পালিয়েছে। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের উখড়ার সারদা পল্লির ঘটনা।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শনিবার রাতে অন্ডাল থানার উখড়া গ্রামের সারদা পল্লির বাসিন্দা সুরেশ মন্ডলের বাড়ি থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। তারা হল মনীশ মন্ডল, সন্তোষ মন্ডল, ও অমর মন্ডল। ঝাড়খন্ডের জামতাড়া থানার কর্মাটাঁড় ও দেওঘর থানার বাসিন্দা তারা। তারা ভাড়া থাকত সুরেশ মন্ডলের বাড়িতে। সুরেশ পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ১৭ টি স্মার্টফোন, দুটি ডেবিট কার্ড ও তিনটি মোবাইল ফোনের সিম উদ্ধার হয়েছে। ধৃতরা কায়দা করে অন্যের ওটিপি জেনে নিয়ে টাকা হাতিয়ে নিতো।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পাড়ার ভিতরে এমন অপরাধীরা ঘাঁটি গেড়ে বসে থাকার খবরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। উখড়া পঞ্চায়েতের উপপ্রধান সরণ সাইগল জানান, উখড়া এলাকায় এই ধরনের অপরাধ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। যে ব্যক্তির বাড়িতে দুষ্কৃতীরা ভাড়া নিয়েছিল, সে উখড়া বাজারে মাংসের দোকান চালায়। বাজারে তার প্রচুর দেনা। সেও এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে হচ্ছে। সুরেশের বাড়ি জামতাড়ায়। ফলে জামতাড়া গ্যাংয়ের সঙ্গে যোগ থাকতেই পারে। এবার থেকে কোনও ব্যক্তি অচেনা লোককে ঘর ভাড়া দেওয়ার আগে যেন উপযুক্ত নথিপত্র নিয়ে তা থানায় জমা দেন। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।