দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারি ২০২৪: পরকীয়া সম্পর্কে ঘিরে বিবাদের জেরে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর শহরে কাটারির কোপে একই পরিবারের তিনজন জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা চড়াও হয় অভিযুক্ত মহিলার উপর। গভীর রাতে কোকওভেন থানার সগড়ভাঙ্গা গ্রাম এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয় সন্ধ্যায়। গ্রামের পান পাড়ায় একটি পরিবারে প্রতিদিনই অশান্তি লেগে থাকে। তাই প্রথম দিকে কেউ গুরুত্ব দেননি। অভিযোগ, রাতে আচমকা অভিযুক্ত মহিলার প্রথম পক্ষের স্বামী ধারালো কাটারি নিয়ে তাড়া করে পরিবারের কয়েকজনকে। তিন জনকে কোপ মারে। আশপাশের লোকজন এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিন জন।
উত্তেজিত জনতার রোষ গিয়ে পড়ে আঘাতকারী ব্যক্তি ও মহিলার উপর। কোকওভেন থানা থেকে পুলিশ আসে। পুলিশকে ঘিরে ক্ষোভ উগরে দেয় স্থানীয়রা। পুলিশ অভিযুক্ত ব্যাক্তিকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে গাড়িতে তোলে। মহিলাকে গাড়িতে তুলতে গেলে উত্তেজিত জনতা মহিলার উপর চড়াও হয়।
পাড়ার বাসিন্দাদের অভিযোগ, ওই মহিলার জন্যই অশান্তি। তার জেরেই এত বড় ঘটনা। কোনও রকমে পুলিশ মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।